Fire Burning Facebook Profile ScreenShot Editing

কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট দিয়ে নিচের ছবিটির মতো করে একটা ডিজাইন তৈরি করবেন সেটাই বলবো আজকে।

Facebook Profile screen shot design
Facebook Profile screen shot design

তো এরকম একটা ফটো এডিটিং এর জন্য প্রথমে আপনাদের নিচের ফটো টেমপ্লেটটির প্রয়োজন পড়বে।

Fire Burned Paper
Fire Burned Paper


তো এই ব্যাকগ্রাউন্ড ফটো ফুল এইচডি তে পেতে  এখানে ক্লিক করুন  ( লিংকে click করলে মাঝেমধ্যে error দেখাতে পারে, সেক্ষেত্রে পেজটিকে কয়েকবার রিফ্রেশ করে নিলেই সমস্যাটি সমাধান হয়ে যাবে )


এবার আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে। এরপর আপনারা পিকসার্ট অ্যাপ দিয়ে খুব সহজেই এডিটিং করতে পারবেন।


এডিটিং এর জন্য প্রথমে পিকসার্ট অ্যাপ এর উপরের টেম্পলেট কে ইমপোর্ট করে নিন।  তারপর লেয়ার হিসেবে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট কে যুক্ত করুন এবং ইরেজার অপশনে গিয়ে অপ্রয়োজনীয় অংশগুলোকে মুছে ফেলুন।

এডিটিং বুঝতে কোন সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন :





আশা করি আজকের এই ব্লগ পোস্ট থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনার যেকোনো সমস্যা কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আমরা তার সমাধান দেয়ার চেষ্টা করব।


আর আমাদের ব্লক পোস্ট এর লেটেস্ট আপডেট পেতে চাইলে আমাদেরকে আপনার ইমেইল দিয়ে ফলো করে  রাখুন।

No comments

Powered by Blogger.