মোবাইল ফোনে ব্যাটারি চার্জিং নিয়ে কিছু টিপস
মোবাইল ফোনে ব্যাটারি চার্জিং নিয়ে কিছু টিপসঃ
![]() |
| Photo(collected): Mobile Charging |
প্রশ্ন ১
সারারাত ধরে মোবাইল ফোন চার্জ দিলে ব্যাটারির কি কোন সমস্যা হবে?
সঠিক তথ্যঃ
সাধারণত দিনের বেলায় নানা ব্যস্ততার কারণে অনেকেই মোবাইল চার্জে দেওয়ার সময় পান না এবং রাতের বেলায় মোবাইল চার্জে দিতে পছন্দ করেন। আর সত্য বলতে এখানে তেমন কোনো সমস্যা নেই এবং মোবাইলের ব্যাটারির কোন ক্ষতি হবে না। বর্তমান সময়ে মোবাইল গুলো অনেক অত্যাধুনিক ভাবে তৈরি হয় এবং এর স্মার্ট প্রযুক্তি মোবাইল ফোনে সম্পূর্ণ চার্জ গ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবেই নতুন করে চার্জ গ্রহণ করাকে বন্ধ করে দেয়। ফলে ব্যাটারির কোন সমস্যা হয়না।
প্রশ্ন ২
চার্জিং পোর্ট মিলে গেলেই অন্যের চার্জার দিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়া উচিত কিনা?
সঠিক তথ্যঃ
চার্জিং পোর্ট একই হওয়া সত্বেও অন্য ফোনের চার্জার দিয়ে মোবাইল ফোনে চার্জ দিলে মোবাইলের ক্ষতি হতে পারে। সকল চার্জারের ভোল্টেজ এর সামঞ্জস্যতার মান সমান নয়। পাশাপাশি বিদ্যুতের প্রবাহও কম বেশি হয়। এতে করে ফোনের ব্যাটারি এমনকি সার্কিট বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনার উচিত আপনার ফোন কোম্পানির সুপারিশকৃত চার্জার কে ব্যবহার করা।
প্রশ্ন ৩ চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোন স্পর্শ করা যাবে কিনা?
সঠিক তথ্যঃ
আপনি নিশ্চিন্তে চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। স্যামসাং ইঞ্জিনিয়ার ফ্লোরেস এর ভাষ্যমতে চার্জরত অবস্থায় মোবাইল ফোন স্বাভাবিক সময়ের মত ব্যাটারি ব্যবহার করে না (চার্জার এর মাধ্যমে আসা বিদ্যুৎ ব্যবহার করে)। তবে সার্কিটের কার্যক্ষমতা সব সময় একই থাকে।
।
তবে চার্জ রত অবস্থায় মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ বাড়তি ব্যবহার হলে ফুল চার্জ হতে সময় বেশি লাগে। তাই যদি আপনি দ্রুত ফুল চার্জ পেতে চান তাহলে চার্জরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করাই উচিত
প্রশ্ন ৪ মোবাইলের চার্জ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত চার্জে দেওয়া উচিত কিনা?
সঠিক তথ্যঃ
আসলে আপনার উচিত লিথিয়াম-আয়ন ব্যাটারির মোবাইল ফোন গুলো সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার আগেই চার্জে দেওয়া। স্যামসাং এ কর্মরত ইঞ্জিনিয়ার ফ্লোরেস এ বিষয়ে বলেছেন, এ ধরনের লিথিয়াম-আয়ন ব্যাটারি গুলো তাদের কাজ সম্পর্কে জ্ঞাত থাকেনা এবং যখন চার্জ দেওয়া হয় তখন পূর্বের মতো চার্জ হয় না। তবে বর্তমান সময়ের অনেক মডেলের ফোনে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পেরেছে। তবে আপনার উচিত হবে মোবাইল ফোনের চার্জ একদম শাটডাউন হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে মোবাইল ফোন কে পুনরায় চার্জে দেওয়া।
প্রশ্ন ৫ পাবলিক চার্জার পয়েন্ট এ ফোন চার্জ দিলে কি ব্যাটারির কোন ক্ষতি হয় কিনা?
সঠিক তথ্যঃ
পাবলিক চার্জিং পয়েন্ট ফোন চার্জ দিলে ব্যাটারির কোন ধরনের ক্ষতি হয় না তবে এটা আপনার ফোনে ফাঁকা তথ্যকে মারাত্মক ঝুঁকির ভিতর ফেলে দিতে পারে। সাধারনত রেস্টুরেন্ট এয়ারপোর্ট বা অন্যান্য পাবলিক চার্জিং পয়েন্ট এ যে পোর্ট গুলো ব্যবহার করা হয় সেগুলো তথ্য আদান প্রদানে সক্ষম হয়। আর আপনি যখন এগুলোকে আপনার ফোনের সাথে কানেক্ট করেন তখন আপনার ফোনে থাকা বিভিন্ন তথ্য যেমন ছবি ইমেইল টেক্সট ইত্যাদি খুব সহজেই হ্যাকাররা জেনে নিতে পারে। তবে আপনার যদি নিয়মিত বাড়ির বাইরে অবস্থানরত অবস্থায় মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি আপনার সাথে পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক রেখে দিতে পারেন
প্রশ্ন ৬ নতুন ফোন বা ফোনের ব্যাটারি ব্যবহার করা শুরুর পূর্বে কি একটানা ৮ ঘন্টা চার্জ দেওয়া উচিত কি না?
সঠিক তথ্যঃ
আসলে আপনার ফোনে ইতোমধ্যেই কিছু চার্জ রয়েছে আর একটানা 8 ঘন্টা চার্জ দেওয়ার বিষয়টি সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে খাটে না। তবে আপনার উচিত নতুন ফোন ব্যবহার করা শুরুর পূর্বে অন্তত ফুল চার্জ দিয়ে নেওয়া। তবে একটানা 8 ঘন্টা চার্জ দিলে মোবাইলের ব্যাটারির কোন ক্ষতি হবে না।
প্রশ্ন ৭ মাঝেমধ্যে মোবাইল ফোন বন্ধ করা (shut down) উচিত কিনা?
উত্তরঃ
অনেক ব্যবহারকারী কাজ শেষে বিভিন্ন অ্যাপ পুরোপুরি বন্ধ করে না। এতে করে অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ড এ কাজ চালিয়ে যেতে পারে। তবে এসব অ্যাপ খুব বেশি পরিমাণে ব্যাটারির চার্জ নষ্ট করতে সামর্থ রাখেনা। তবে যতই চলবে ব্যাটারি লাইফ ততই কমতে থাকবে। তাই আপনি চাইলে সপ্তাহে অন্তত একবার মোবাইল ফোন শাটডাউন করে আবার চালু করতে পারেন। এটা মোবাইলের হার্ডওয়ার এবং সফটওয়্যার দুটোর জন্যই অনেক উপকারী।
তো এই ব্লগ পোস্ট থেকে যদি আপনারা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন কিংবা আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।
আর আমাদের পোস্ট গুলো লেটেস্ট আপডেট পেতে চাইলে অবশ্যই আপনার ইমেইল দিয়ে আমাদের কে ফলো করে রাখবেন।
-ধন্যবাদ
তো এই ব্লগ পোস্ট থেকে যদি আপনারা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন কিংবা আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।
আর আমাদের পোস্ট গুলো লেটেস্ট আপডেট পেতে চাইলে অবশ্যই আপনার ইমেইল দিয়ে আমাদের কে ফলো করে রাখবেন।
-ধন্যবাদ


No comments